Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক কর্মকান্ড

উপজেলা সমবায় কার্যালয়,করিমগঞ্জ।

০১।  অত্র উপজেলায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসুচীর আওতায় 60টি সমিতি গঠন করা হয়। এই প্রকল্পের আওতায় 60জন গ্রাম কর্মী 2000/-টাকা হারে সম্মানী ভাতা প্রদান করা হয়ে থাকে। সার্বিক গ্রাম উন্নযন প্রকল্পের বিভিন্ন সমিতির 20 জন সদস্য  আইজিএ প্রশিক্ষণে আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট, নরসিংদীতে টেইলারিং ও গার্মেন্টস বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। 

২।নিবন্ধক মহোদয়ের সর্বশেষ সার্কুলার মোতাবেক উৎপাদনমুখী সমবায় সমিতি গঠনের লক্ষে করিমগঞ্জ উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে মোট 10 টি অবহিতকরণ সভা, প্রাক নিবন্ধন প্রশিক্ষণ করা হয়েছে।

৪। কার্যকর সমিতিগুলিকে আরো গতিশীল করার লক্ষে ইতোমধ্যে তদারকী,নার্সিং করতঃ আর্থ-সামাজিক উন্নয়নে যথেষ্ঠ ভূমিকা রেখেছে ।

৫। অকার্যকর সমিতিগুলোকে কার্যকর করার লক্ষে সমিতিগুলোকে নিয়মিত তদারকী,পরিদর্শন, করার কার্যকর উদ্যোগ অব্যাহত আছে।

৬।অত্র উপজেলাধীন কার্যকর সমিতিগুলোর মধ্যে বিশেষ করে করিমগঞ্জ মহিলা সমবায় সমিতি একটি সফল সমবায় সমিতি হিসেবে চিহ্নিত। এই সমিতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শ্রেষ্ট সমবায় সমিতি হিসেবে পুরষ্কারপ্রাপ্ত। এই সমিতি নিজস্ব কার্যক্রমগুলো হচ্ছে দর্জি প্রশিক্ষণ, তৈরী পোশাক, হাঁস মুরগী, গরু ছাগল পালন করে বেশ সুনাম অর্জন করেছে বলে র্দশ্যমান। এ ছাড়াও সমিতিটি জাতীয় অনুষ্টানসহ জাতীয় সমবায় দিবস,আন্তর্জাতিক সমবায় দিবসসহ নানা অনুষ্ঠানে সমিতিটি অংশগ্রহনের ভুয়শী প্রশংসার দাবী রাখে।