Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent acchivment

সফল সমবায় সমিতি হিসেবে অর্জন সমুহ

 

১)করিমগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ

   রেজি নং-176 তারিখ-

   গ্রাম ও পো-করিমগঞ্জ, উপজেলা-করিমগঞ্জ।

0১। সমিতির সদস্য সংখ্যা- 67 জন।

0২। সমিতির শেয়ার মূলধন – 58000/-টাকা

0৩। সমিতির সঞ্চয় আমানত- 250000/-টাকা।

0৪। সমিতির নিজস্ব পুজির মাধ্যমে ঋণ বিতরণ- 350000/-টাকা।

0৫। সমিতির অন্যান্য কার্যক্রম-

    

 সমিতির বর্তমান সভাপতি জনাব সাহিদা আক্তার খানমের অক্লান্ত প্রচেষ্টায় সমিতির প্রত্যেক সদস্যদের সেলাই প্রশিক্ষণ, মুড়ি ভাজা, গরুমোটাতাজাকরণ, শাক সবজি চাষ, ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে অধিকাংশ সদস্যগণ স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

এ ছাড়াও সমিতির কার্যক্রমের উপর জাতীয় সমবায় পুরস্কার/2012 প্রাপ্ত হয়। নারীর ক্ষমতায়নের জন্য এই করিমগঞ্জ মহিলা সমবায় সমিতিটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এই সমিতির কার্যত্রম বর্তমানে অনুসরনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে।  

 

02। সিভিডিপি প্রকল্প(সার্বিক গ্রাম উন্নয়ন প্রকল্প)

এই প্রকল্পের আওতায় করিমগঞ্জ উপজেলায় বিভিন্ন  এলাকায় মোট 60টি সমিতি গঠন করা হয়। 60টি সমিতিতে মোট 60জন গ্রাম কর্মী নিয়োগ প্রদান করা হয়েছে। প্রত্যেক গ্রাম কর্মীর মাসিক সম্মানী বাবদ 2000/-টাকা হারে প্রদান করা হয়। সমিতির সদস্যগণকে বিভিন্ন ট্রেডে আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট, নরসিংদীতে প্রশিক্ষণের মাধ্যমে অধিকাংশ সদস্য স্বাবলম্বী হয়েছে। এ প্রকল্পের আওতায় যৌথ সভা , অবহিতকরণ সভা, বিশেষ প্রশিক্ষণ এর মাধ্যমে সদস্যগণ তথা তাদের পরিবারগণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

 

0৩। আশ্রয়ণ প্রকল্প –

          মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জাফরাবাদ ইউনিয়নে সুবুন্ধি এলাকায় আশ্রয়ন প্রকল্প চালু আছে। এ প্রকল্পে মোট 75টি পরিবার পুনর্বাসিত হয়েছে। এ প্রকল্পে সুবুন্ধি আশ্রয়ন প্রকল্প নামে একটি সমবায় সমিতি আছে। এ সমিতিতে মোট 800000/-টাকা ঋণ প্রদান করা হয়েছে। এ সমিতির ঋণ কার্যক্রম মোটামুটি সন্তোষজনক । প্রত্যেক সদস্য ক্ষুদ্র ঋণ এর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে।